কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্স ডে অনুষ্ঠিত
উচ্চপ্রু মারমা, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
কর্মে - পেশায় - মননে, মিলি সবাই ঐক্যতানে এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্ড ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই টিচার্স ডে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে টিচারদের পরিবেশনায় গান, আবৃত্তি, কৌতুক পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থল। এছাড়া টিচারদের পরিবেশনায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিছ এর সভাপতিত্বে শিক্ষক হাবিবুর রহমান ও লিপি মারমার সঞ্চালনায় টিচার ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকরাম উল্লাহ চৌধুরী, কাপ্তাই উপজেলা প্রাক্তন শিক্ষা অফিসার খোরশেদুল আলম চৌধুরী, পটিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার ভট্টাচার্য্য, সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, নানিয়াচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিমি চাকমা, জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামী নেতা অজয় সেন ধনা। স্বাগত বক্তব্য রাখেন রাইখালী জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দাশ। এর আগে রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা টিচার ডে এর উদ্বোধন করেন।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল : naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.