প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৩, ৪:১২ পূর্বাহ্ণ
পাবনার আরবিট্ল লিংক স্কুলে স্বাধীনতার ৫২ বছর উদযাপন
পাবনার আরবিট্ল লিংক স্কুলে স্বাধীনতার ৫২ বছর উদযাপন
মাসুদ রানা, পাবনা জেলা প্রতিনিধিঃ-
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনার চাটমোহর উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান অরবিট্ল লিংক স্কুল এ- কলেজের আয়োজনে মহান স্বাধীনতার ৫২ বছর উদযাপন এবং প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকালে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
অরবিট্ল লিংক স্কুল এ- কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলা,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম,পাবনা জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আফিয়া আকতার আখি,ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আজাহার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,ইউপি চেয়ারম্যান রজব আলী বাভরু,ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি,ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলে দু’জন কৃতী শিক্ষার্থী যারা ২০২২ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের মেধা তালিকায় স্থান করেছে,তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
এরা হলেন মাহিম ইসলাম ও তানহা কাবাসসুম। দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন শনিবার ছিল উদ্বোধন,কুজকাওয়াজ,শারীরিক কসরত ও ক্রীড়া প্রতিযোগিতা। রোববার (৫ মার্চ) রয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল :
naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.