গাইবান্ধায় যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে এ্যাডভোকেসী সভা
আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টার,গাইবান্ধাঃ
চিকিৎসায় যক্ষা ভালো হয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে যক্ষা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক যক্ষা রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ মার্চ দিনব্যাপী গাইবান্ধা জেলা পরিষদ মিলায়তনে বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দের সভাপতিত্বে এ এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা সিভিল সার্জন আব্দুল্লাহেল মাফী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বক্ষব্যাধি হাসপাতাল গাইবান্ধার সিভিসি নাজমুল হুদা,প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন।
আরো বক্তব্য রাখেন,নাটাব এর ফিল্ড লেভেল স্ট্যাফ কামরুল ইসলাম,প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন,সাবেক কাউন্সিলর আব্দুল কদ্দুস চৌধুরী, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন,গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটি'র সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় বক্তারা,যক্ষা রোধ প্রতিরোধে সমাজে সামাজিক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভূমিকা পালনের আহবান জানান।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল : naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.