1. admin@naldangabatra.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে ভুয়া চক্ষু ডাক্তার আটক ও এক মাসের কারাদন্ড। নাটোরের লালপুরে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন। যে নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন অংশগ্রহণ করতে পারবে দেশে সেই নির্বাচনী হবে রাজশাহীর দুর্গাপুর পালশা গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্তায় অস্ত্র ও গুলি উদ্ধার। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু গ্রেফতার পাবনায় বিস্কুট কিনতে গিয়ে অটোভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর। লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে খাবার ও পানি বিতরণ। কোটালিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।  স্বাভাবিক হতে শুরু করছে নীলফামারীর ৬ থানার কার্যকম

বাগমারা খয়রা ছাগলে শিম গাছের পাতা খাওয়া কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত: ২

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
বাগমারা খয়রা বানিয়া পাড়া ছাগলে শিম গাছের পাতা খাওয়া কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১. মো: জাকিরুল ইসলাম (৩২) পিতা: মৃত:- জাফের মন্ডল,(৫০) ২. মোছা: শায়লা বিবি (৪০) স্বামী : মো: ইউনুস আলী, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার খয়রা বানিয়া পাড়া গ্রামে। সংঘর্ষের পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
১৩৬ বার পঠিত

বাগমারা খয়রা ছাগলে শিম গাছের পাতা খাওয়া কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত: ২

মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টারঃ

বাগমারা খয়রা বানিয়া পাড়া ছাগলে শিম গাছের পাতা খাওয়া কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১. মো: জাকিরুল ইসলাম (৩২) পিতা: মৃত:- জাফের মন্ডল,(৫০) ২. মোছা: শায়লা বিবি (৪০) স্বামী : মো: ইউনুস আলী, তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার খয়রা বানিয়া পাড়া গ্রামে। সংঘর্ষের পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, খয়রা গ্রামের ফৌরদোসী বিবির ছাগল প্রতিবেশী জাকিরুলের গাছে প্রতি নিয়ত পাতা খায়, শুধু একদি,দুদিন নয় প্রায় দিনের জন্য পাতা খায়। এ সময় জাকিরুলের পরিবারের সদস্যরা ছাগলকে গাছের পাতা খাওয়া দেখতে পান এবং ছাগলকে তাড়িয়ে দেন। পাতা খাওয়া বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তর্ক বিতর্ক থেকে ঝগড়ার সৃষ্টি হয়।নুর মোহাম্মদ তাদের বাঁধা উপেক্ষা করে জোরপূর্বক ভাবে তাদেরকে গালি-গালাজ করে এবং দেশী (অস্র) দিয়ে তাদের যক্ষম করে, এর সাথে ওখানকার স্থানীয় মোছা: শায়লা বিবি তাকে বাঁচাতে গেলে ঘটনারস্থলে তাকেও মেরে হাত ভেঙে দেওয়া হয়,

ক্ষমতার দাপটে মো: নুর আহতদের এখনো হাত,পা ভাঙ্গার হুমকি দেয়,বা তাদেরকে বাড়ি থেকে বের,ও কোথাও যাওয়া আসা করতে পারছেন না,এবং টাকা দিয়ে বাহির এলাকা থেকে কিছু মাস্তান ঠিক করে রেখেছেন আহতদের আবার মারার জন্য। সংঘর্ষে নারীসসহ আসামীর পক্ষের ২ জন আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত জাকিরুল, ও শায়লা বিবি, জানান,আমরা মেডিকেলে আছি জেনে এখানেও এসে মারা ভয়, বা হুমকি দেয় বাদী পক্ষ মো: নুর মোহাম্মদ। এ বিষয়ে গ্রামের প্রধান,ও ওয়ার্ড কাউন্সিলার মো: রইচ উদ্দিনের কাছে গেলে সে বলেন এ-ই বিষয়ে দেখবো, কিন্তুু সে কিছুই করেননী। বরং তাদের ভাড়া করা লোকজন দিয়ে পথে, ঘাটে মারার, হুমকি দিয়ে যাচ্ছে, ও সুস্থ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে বাগমারা থানায় মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেন নাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park