সৈয়দ রিয়াজুল করিম উপর গাজীপুরের কিছু কুখ্যাত সন্ত্রাসী হামলা!
শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন -BHRC সহ-সভাপতির উপর সন্ত্রাসী হামলা।বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি, এবং BHRC'র ডেপুটি গভর্নর মানবতাবাদী, সৈয়দ আজমুল হক এর ছোট ভাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটির মেম্বার ও ওমেন্স কমিটির মেম্বার এবং দিলকুশা স্পোটিং ক্লাবের সভাপতি "সৈয়দ রিয়াজুল করিম" গাজীপুরের মোগর খাল সংলগ্ন এলাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাঙ্গের গডফাদার "খাইরুল-জাহাঙ্গীর" বাহিনীর খায়রুলের নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়ে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল এবং পরে অবস্হার অবনতি হলে তাকে দ্রুত ঢাকার একটি হসপিটালের আইসিইউতে (ICU) ভর্তি করা হয়।
এখন হাসপাতালের (ICU) তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এই মর্মে গাজীপুর অন্তর্গত বাসন থানাধীন একটি মামলা রজু করা হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC'র পক্ষ থেকে পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং গাজীপুরের পুলিশ কমিশনার সহ স্থানীয় প্রশাসনের কাছে অনুতি বিলম্বে ঐ হামলাকারি শীর্ষ সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি ঘটনায় জরিত কিশোর গ্যাং এর সদস্য গ্রেফতার এখনো হয় নি খুনের ঘটনায় জরিত কিশোর গ্যাং
উল্লেখ্য, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, বাংলাদেশ মানবাধিকার কমিশন , সৈকত ও সিফাত গংরা তাদেরকে মারধর সহ এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করে। এতে সৈয়দ রিয়াজুল করিম জখম হয়ে আইসিইউতে এবং আহত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল : naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.