পিরোজপুরের ইন্দুরকানীর উপজেলার অভিযান চালিয়ে গাঁজা’সহ একজনকে গ্রেফতার।
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের হোগলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা’সহ একজরকে গ্রেফতার করেছে।
আজ শনিবার রাতে এসআই (নিরস্ত্র) মোঃ নুরুল আমিন হাওলাদার এর টিম অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা’সহ মোঃ ফাইজুল ইসলাম মোল্লা কে গ্রেফতার করে। আসামী মোঃ ফাইজুল ইসলাম মোল্লা(২১), ইন্দুরকানী পাড়েরহাট ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মোঃ তৌহিদুল ইসলাম মোল্লা ও ফাতেমা বেগম এর পুত্র।
জেলা গোয়েন্দা শাখা(উত্তর) অফিসার ইনচার্জ, মোঃ তাজমিলুর রহমান জানান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান মহোদয়ের নির্দেশ মোতাবেক মাদক বিরোধী অভিযানে এসআই(নিরস্ত্র) মোঃ নুরুল আমিন হাওলাদার সংগীয় ফোর্স মামুন, সাইফুল মোহাম্মদ রানা ও ইলিয়াছ অভিযান চালিয়ে মোঃ ফাইজুল ইসলাম মোল্লা কে গাঁজা সহ গ্রেফতার করে। রাতেই এসআই(নিরস্ত্র) মোঃ নুরুল আমিন হাওলাদার বাদী হইয়া ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা