পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট- ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পিটিআই মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বুধবার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে পিরোজপুরের ৭টি ইউনিয়ন ও পিরোজপুর পৌরসভা থেকে একটি করে দল অংশ নেয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপে ৭৩ নং দক্ষিণ নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ২৫ নং দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপে ১২ নং উত্তর পোরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে ৩৭ নং পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজীয় হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা