পিরোজপুরে বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন।
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলার অনুর্ধ ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহষ্পতিবার (০৭ আগষ্ট) বেলা ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা নকীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা নকীব বলেন, ক্রিকেটের জন্য জেলার অনুর্ধ ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্ব চলছে। যেখানে জেলার বিভিন্ন উপজেলার থেকে ৫ শতাধিক খেলোয়াড়রা এসেছে। এরা প্রাথমিক বাছাই শেষে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ভবিষ্যতে খেলবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা