1. admin@naldangabatra.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে ভুয়া চক্ষু ডাক্তার আটক ও এক মাসের কারাদন্ড। নাটোরের লালপুরে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন। যে নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন অংশগ্রহণ করতে পারবে দেশে সেই নির্বাচনী হবে রাজশাহীর দুর্গাপুর পালশা গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্তায় অস্ত্র ও গুলি উদ্ধার। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু গ্রেফতার পাবনায় বিস্কুট কিনতে গিয়ে অটোভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর। লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে খাবার ও পানি বিতরণ। কোটালিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।  স্বাভাবিক হতে শুরু করছে নীলফামারীর ৬ থানার কার্যকম

সরকারের পদত্যাগ হলেই বাসায় ফিরবো; রংপুরে মির্জা ফখরুল।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ভোট হয়েছিল। রংপুর তথা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না।আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়স্হ বিএনপি কার্যালয়ের সামনে ভোটাধিকার প্রতিষ্ঠার ১ দফা দাবীতে তারুণ্যের রোড মার্চের (রংপুর টু দিনাজপুর)  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২৪৪ বার পঠিত

সরকারের পদত্যাগ হলেই বাসায় ফিরবো; রংপুরে মির্জা ফখরুল।

 

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতে ভোট হয়েছিল। রংপুর তথা বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না।আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়স্হ বিএনপি কার্যালয়ের সামনে ভোটাধিকার প্রতিষ্ঠার ১ দফা দাবীতে তারুণ্যের রোড মার্চের (রংপুর টু দিনাজপুর)  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

এ সময় মির্জা ফখরুল বলেন, গনতন্ত্রের প্রতিক বেগম খালেদা জিয়া অসুস্হ ডাক্তার বলেছে তিনি খুব অসুস্থ দেশের ডাক্তারদের কিছু করার নাই। খালেদা জিয়ার পরিবারসহ আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরও সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। বরং কানের সমস্যার কথা বলে শেখ হাসিনা সে সময় প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন। এটাই বাংলাদেশের চিত্র।
তিনি আরো বলেন, সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশে চাল, ডাল, তেলের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিদ্যুৎ এর লোডশেডিং এর কারণে কৃষকরা কৃষি কাজ করতে পারছেনা। দুর্নীতির কারণে বাংলাদেশের রিজার্ভ নেই। তারপরও সরকার কিছুই মনে করছে না।

 

মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোড মার্চ শুরু করেছি। সরকারের পদত্যাগ হলেই বাসায় ফিরবো। শেষে সরকারের পদত্যাগের দাবিতে রংপুর টু দিনাজপুরের রোড মার্চের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। বক্তব্য শেষে কার্যালয়ের সামনে হতে রোড মার্চের উদ্বোধনী কার্যক্রম শেষে দিনাজপুরের উদ্যশ্যে যাত্রা শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি রাশেদ ইকবালসহ কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ। রোড মার্চে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park