প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ
ডা. সিদ্দিকুর রহমানকে নাটোর-৪ আসনের এমপি ঘোষণা।
ডা. সিদ্দিকুর রহমানকে নাটোর-৪ আসনের এমপি ঘোষণা।
নিজস্ব প্রতিবেদক:
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপ-নির্বাচনে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মঈনউদ্দিন খান।
রবিবার (২৪ সেপ্টেম্বর) তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর-৪ নির্বাচনী আসনে জাতীয় সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেলে এই আসনটি শূন্য হয় এবং এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো ১৭ সেপ্টেম্বর, বাছাই ১৮ সেপ্টেম্বর, ভোট গ্রহণের তারিখ ছিলো ১১ অক্টোবর। নির্ধারিত সময়ের মধ্যে কোন রাজনৈতিক দলের অথবা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন।
ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও দুইবারের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও উপজেলার তৃণমূল আওয়ামী লীগের রাজনীতিতে তার বিচরণ ও নেতৃত্ব প্রশংসনীয়। মানবসেবায় অনন্য ভূমিকা পালন করার কারণে তাকে স্থানীয়রা ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউনুছ আলী পাটোয়ারী ও মোছা. রঞ্জন ভানুর পুত্র। বর্তমানে তিনি স্বপরিবারে বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল :
naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.