বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকের হেলপার'র মৃত্যু!
যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল স্থলবন্দরে রাজ করন সিং (৪৮) নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারের সহকারি (হেলপার) এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) আনুমানিক ভোর ৫টার দিকে বেনাপোল স্থলবন্দরের ২৫নং শেডের সামনে ভারতীয় NL01 AB1362 ট্রাকের হেলপার রাজ করন সিং ট্রাকের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, ভারতীয় NL01 AB1362 নম্বর ট্রাকটি গতকাল বুধবার বেনাপোল স্থল বন্দরে পন্য নিয়ে প্রবেশ করে। এসময় ট্রাকের হেলপার বেশ অসুস্থ ছিল।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল : naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.