1. admin@naldangabatra.com : admin :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে ভুয়া চক্ষু ডাক্তার আটক ও এক মাসের কারাদন্ড। নাটোরের লালপুরে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন। যে নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন অংশগ্রহণ করতে পারবে দেশে সেই নির্বাচনী হবে রাজশাহীর দুর্গাপুর পালশা গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্তায় অস্ত্র ও গুলি উদ্ধার। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু গ্রেফতার পাবনায় বিস্কুট কিনতে গিয়ে অটোভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর। লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে খাবার ও পানি বিতরণ। কোটালিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।  স্বাভাবিক হতে শুরু করছে নীলফামারীর ৬ থানার কার্যকম

পিরোজপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
১৭২ বার পঠিত

পিরোজপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

 

পিরোজপুর প্রতিনিধি :

 

 

 

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলী আজম, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশের জেলা কমিটির সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল হাই, শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।

 

সভায় বক্তারা বলেন, পুলিশ আজ একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে নিরবিচ্ছিন্নভাবে পুলিশের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। আজ ঘরে বসেই দেশের নাগরিকরা অনলাইন জিডি করতে পারছেন। যা এক সময় ছিল অকল্পনীয়। পাসপোর্টের পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে হচ্ছে। এখন ৯৯৯- এ ফোন দিয়ে পুলিশী সেবা তাৎক্ষনিক পাওয়া যাচ্ছে। প্রযুক্তি নির্ভর জনবান্ধব পুলিশ বাহিনী আজ জনতার পুলিশে পরিণত হতে যাচ্ছে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুষ্কৃতিকারীদের জঘন্য অপরাধ ঠেকাতে পুলিশকে প্রাণ দিতে হচ্ছে। অন্যদিকে পুলিশ বাহিনী শান্তিপ্রিয় দেশবাসীর কাছে হচ্ছে প্রশংসিত।

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ শীর্ষক শ্লোগান নিয়ে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

বক্তারা আরো বলেন, গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে বিভিন্ন পর্যায়ের প্রায় ৯০ হাজার পদ সৃষ্টি করে তা পূরণ করা হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের পুলিশের অবস্থান এখন ৪র্থ। মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে গড়ে ওঠা পুলিশ বাহিনী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায়, মাদক নিয়ন্ত্রণে, জঙ্গিদের উত্থ্যান ঠেকাতে, নারী পাচার রোধসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

সভা শেষে কমিউনিটি পুলিশিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং সদর থানার শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park