1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

পিরোজপুরে নির্বাচনী সহিংসতার জেড়ে হামলায় আহত যুবকের মৃত্যু!

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
পিরোজপুর সদর উপজেলার নির্বাচনী সহিংসতার জেরে হামলায় গুরতর আহত লালন ফকির নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জনান নিহত লালনের বাবা হান্নান ফকির। এঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর শহরে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। লালন ফকির (২৮) সদর উপজেলার পৌর এলাকার ডুমুরিতলা ০৯ নং ওয়ার্ডের হান্নান ফকির এর পুত্র। 
২২৬ বার পঠিত

পিরোজপুরে নির্বাচনী সহিংসতার জেড়ে হামলায় আহত যুবকের মৃত্যু!

 

 

পিরোজপুর প্রতিনিধি:

 

 

 

 

 

পিরোজপুর সদর উপজেলার নির্বাচনী সহিংসতার জেরে হামলায় গুরতর আহত লালন ফকির নামে যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জনান নিহত লালনের বাবা হান্নান ফকির। এঘটনাকে কেন্দ্র করে পিরোজপুর শহরে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। লালন ফকির (২৮) সদর উপজেলার পৌর এলাকার ডুমুরিতলা ০৯ নং ওয়ার্ডের হান্নান ফকির এর পুত্র।

 

 

নিহত লালনের বাবা হান্নান ফকির জানান, শনিবার রাত আটটার দিকে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কুমিরমরা ফেরিঘাট থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার বাবু শেখ এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লালনকে ধাওয়া করে। এরপর সেখানে থেকে দৌড়ে পালানোর সময় হামলাকারীরা লালনকে আটক করে ধারালো অস্র দিয়ে উপর্যপরি কুপিয়ে তার হাত ও পা প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এরপর তাকে মৃত ভেবে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে অবস্থার অবনতি দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে রোববার ঢাকায় নেওয়া হয়। ধারালো অস্রের আঘাতে লালনের দুই পা ও দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে ত্রিশটির বেশি কোপের আঘাত রয়েছে। চিকিৎসারত অবস্থায় ঢাকায় মৃত্যু হয় লালনের।

 

 

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি জানান, হামলার শিকার লালন পিরোজপুর- ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল এর এক কর্মীসভায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ বাবু শেখ লোকজন নিয়ে লালনের উপর হামলা করেছে। শনিবার রাজনৈতিক সহিংসতার জের ধরে লালনকে কুপিয়ে জখম করা হলে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লালন মারা যায়। তার শরীরে ৩১ টির বেশি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) শেখ মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হিসেবে মামলা রুজু করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park