১৮৫ বার পঠিত
ফুলবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা রীতা মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তা প্রমূখ।
এময় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীসহ উপজেলার সকল দপ্তরের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।