1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কর্নেল (অব.) রমজান আলী।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন বাতিল হওয়ায় আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল ও নিষ্পত্তিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন
৮৯২ বার পঠিত

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কর্নেল (অব.) রমজান আলী।

 

 

আবু তালেব: লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

 

 

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়ন বাতিল হওয়ায় আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল ও নিষ্পত্তিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

 

 

উল্লেখ, গত ৪ ডিসেম্বর নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া নাটোর-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে মৃত ব্যক্তির স্বাক্ষর করায় কর্নেল (অব.) মো. রমজান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বলে জানা গেছে। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park