নলডাঙ্গার ছাতারভাগে অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই!
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গার ছাতারভাগে অগ্নিকান্ডে ওবায়দুল রহমান উকিল(৪৮) নামের এক কৃষককের বসতবাড়ির ৪টি টিনসেট ঘর পুড়ে ছাই হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকেল ০৪ টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।
এলাকাবাসী ও নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আজ শনিবার বিকেল ০৪ টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামের কৃষক ওবায়দুল রহমান উকিল এর টিনসেটের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে আগুনে বসতবাড়ির ৪টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়। এতে প্রায় ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পরে ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা