1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে লাল-সবুজ তরুণ সংঘের আয়োজনে পিং পং ক্রিকেট টুর্নামেন্ট।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ স্মরণে নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর লাল-সবুজ এর আয়োজনে পিং পং ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর আমবাগান মাঠে যুব সংঘের আয়োজনে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
১,২৩২ বার পঠিত

স্বাধীনতা দিবসে লাল-সবুজ তরুণ সংঘের আয়োজনে পিং পং ক্রিকেট টুর্নামেন্ট।

 

 

 

আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

 

 

 

 

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ স্মরণে নাটোরের লালপুরে রামকৃষ্ণপুর লাল-সবুজ এর আয়োজনে পিং পং ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর আমবাগান মাঠে যুব সংঘের আয়োজনে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

 

 

মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ও আনন্দ আয়োজনের অংশ হিসেবে এই টুর্নামেন্ট বলে জানান আয়োজকরা। ফাইনালে অংশগ্রহণ করা দল ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহঃ) ক্রিকেট একাদশ বনাম বাঘা নতুন পাড়া ক্রিকেট একাদশ। নির্ধারিত ১৫ ওভার ভেল্লাবাড়ীয়ার ১০ ওভারে মোট ০৯টি চার হয়। এবং এই টার্গেটে বাঘা নতুন পাড়া মাত্র ১১ওভারে ০২ টি চারে সবগুলোকে উইকেট হারাই। ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহঃ) ক্রিকেট একাদশ ০৭টি চারে বিজয় অর্জন করেন।

 

 

এসময় রামকৃষ্ণপুর লাল-সবুজ যুব সংঘের সভাপতি আবু তালেব এর সভাপতিত্বে পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুড়দুড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শফি, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন শাধু, ৪ নং ওয়ার্ডে রিপি সদস্য আলতাব হোসেনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park