নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নববর্ষ পালিত।
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা বার্তাঃ
পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে নাটোরের নলডাঙ্গার ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নববর্ষ পালিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ র্যালী বাহির হয়ে প্রধান সড়ক ঘুরে এসে পরিষদ চত্বরে শেষ হয়। চেয়ারম্যান, সচিব ও সকল ইউঃপিঃ সদস্য সহ স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
পরে পরিষদের হল রুমে ৫০০ জন কে নববর্ষের খাবার খাওয়ানো হয়, খাবারের তালিকায় ছিলেন পান্তা, ইলিশ মাছ, আলুভর্তা, কাচাঁমরিচ ও পেঁয়াজ।
ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু বলেন, সরকারের নির্দেশক্রমে নববর্ষ উপলক্ষে সবাই কে নিয়ে শোভাযাত্রা অংশ গ্রহণ করি ও বৈশাখী সাজে নববর্ষের খাবার হিসেবে পান্তা-ইলিশ, আলুভর্তা, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ৫০০ জন ব্যক্তি কে খাবার খাওয়ানো হয়। এবং সর্বস্তরের জনসাধারণের মাঝে এই খাবার পরিবেশনার মধ্যে দিয়ে বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ গ্রহণ করি আমরা ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ।
স্থানীয় লোকজন বলেন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুলজ্জামান মিঠু তিনি চেয়ারম্যান হাওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের ব্যাপক উন্নয়ন মূলক কাজ, ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বৃদ্ধি সহ বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগদের মধ্য দিয়ে সফলতার সহিত কাজ করে আসছেন। ইতি পূর্বে এমন উদ্যোগ কোনো চেয়ারম্যান গ্রহণ করে নাই। তাই এমন সুন্দর আয়োজন করার জন্য চেয়ারম্যান মহোদয় কে অসংখ্য ধন্যবাদ জানাই।
এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নববর্ষ পালিত হয়।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল : naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.