নাটোরের আলোচিত সেই একই পরিবারের ৩ বোন নারী ইউঃপিঃ সদস্যর মধ্যে দু’বোন এসএসসি পাস করেছেন। বড় বোন হালিমা বেগম (৪৮) ও ছোট বোন নাছিমা বেগম (৪০) একসাথে এসএসসি পাস করেছেন। একই মাদ্রাসা থেকে তারা একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেন। রবিবার ফল প্রকাশের পর দু-বোনের এ সাফল্যের বিষয়টি প্রকাশ পায়।
তারা দুজনেই পুঠিয়া উপজেলার ওমর গাড়ি ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থী ছিলেন। ২২-২৩ শিক্ষাবর্ষে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশ নেন। তারা নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর দিঘা ও মির্জাপুর দিঘা গ্রামের বাসিন্দা।
বড় বোন হালিমা বেগম নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ছোট বোন নাছিমা বেগম একই ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য।
নাছিমা বেগম জানায়, ফলাফলে বড় বোন হালিমা বেগম জিপিএ- ৩.৮৯ এবং নাছিমা বেগম জিপিএ- ৩.৬৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মাধ্যমিক পাস করা নাছিমা বেগম উচ্ছ্বসিত কণ্ঠে জানান, লেখাপড়া করার ইচ্ছে ছিল প্রবল। অর্থাভাবে পিতার বাড়িতে সে ইচ্ছে পূরণ হয়নি। সংসারে তার দুই সন্তান রয়েছে। বিয়ের পর সন্তানের অনুপ্রেরণায় দুই বোন একই সাথে ওমর গাড়ি ফাজিল মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। অনেকে অনেক কথা বলেও তবুও হাল ছাড়েননি। সন্তানের সাথে পড়াশোনা চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, রবিবার দুপুর নাগাদ মাদ্রাসায় মাধ্যমিক পাসের খবর পান তিনি। খবর শুনে আনন্দে চোখের জল চলে আসে। ফল জানার পর আশপাশের মানুষ অভিনন্দন জানাচ্ছেন।