৯৪ বার পঠিত
মান্দায় ১৪৪ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ।
গোলাম রাব্বানী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ১৪৪ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। নওগাঁ ট্রাফিক পুলিশ মান্দার ফেরিঘাটে একটি মোটরসাইকেল আরোহীকে সিগনাল দিলে মোটরসাইকেল আরোহী ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্ঠা করার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি থেকে কয়েকটি ফেনসিডিলের বোতল মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে মোটরসাইকেল রেখে আরোহী পালিয়ে যায়। মোটরসাইকেলের ভিতরে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে মান্দা থানার পুলিশের হেফাজতে দেয় নওগাঁ ট্রাফিক পুলিশ।