নলডাঙ্গায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গায় তথ্যা আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর নারী নির্যাতন, বাল্যবিবাহ সম্পর্কে সচেতন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বানুরভাগ এবতেদায়ী মাদ্রাসা মাঠে নলডাঙ্গা উপজেলা তথ্যকেন্দ্র অফিসের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর নারী নির্যাতন, বাল্যবিবাহ সম্পর্কে সচেতন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ইউডিএফ অফিসার আছাফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তৌহিদা হক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হরিদা খলসী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, বিল হালতি যুব ও নারী কল্যাণ সংস্থার আহ্বায়ক ও আমরা নলডাঙ্গার উদ্দোক্তা সংগঠনের আহ্বায়ক সাংবাদিক জামিল হায়দার (জনি)।
এ সময় উপস্থিত ছিলেন, তথ্য সেবা সহকারী মুস্তারী জাহান, তথ্য সেবা সহকারী জাকিয়া সুলতানা, ৪নং ওয়ার্ডের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস ও হারুনর রশীদ উজ্জ্বল সহ প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। এছাড়াও সর্বজনীন পেনশন সম্পর্কে বলেন।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল : naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.