সড়ক দুর্ঘটনায় লালপুরে মা ও মেয়ে নিহত
আবু তালেব, লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটো সংঘর্ষে মোসাঃ রুবিনা (৩৫) এবং মোসাঃ রোকেয়া খাতুন (৩) নামের মা ও মেয়ের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই ) দুপুরে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা জামতলা তিনখুঁটি নামক স্থানে এদূর্ঘটনা ঘটে। নিহত মা ও মেয়ে উপজেলার উধনপাড়া মাহাবুব আলম (বিজন) স্ত্রী সন্তান।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, মা ও মেয়ে নিজ বাড়ী থেক চার্জার ভ্যান যোগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাওয়ার পথে জামতলা তিনখুঁটি নামক স্থানে পৌঁছিলে রাজশাহী গামী মাইক্রোবাস যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো চ – ১১-৯০৪৩ পিছন থেকে সজরে ধাক্কা দিলে মা ও মেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন, এঘটনায় ঘাতক ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। এঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা