1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার বিতরণকৃত ১০৩ বস্তা সার ও বীজ উদ্ধার করে জব্দ করলেন প্রশাসন।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও ১২শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। অন্যদিকে বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিতরণকৃত সরকারি ১০৩ বস্তা সার ও বীজ জব্দ করেন।
১২০ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার বিতরণকৃত ১০৩ বস্তা সার ও বীজ উদ্ধার করে জব্দ করলেন প্রশাসন।

 

 

 

আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ প্রতিনিধিঃ 

 

 

 

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও ১২শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। অন্যদিকে বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিতরণকৃত সরকারি ১০৩ বস্তা সার ও বীজ জব্দ করেন।

 

 

 

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার
(৯ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে ৩ দিন ব্যাপী কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক। উপ-সহকারী কৃষি অফিসার ফারুক আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃইকবাল হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, বর্তমান সভাপতি হিফজুর রহমান চৌধুরী জয় প্রমুখ।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও ১২শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। অন্যদিকে বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিতরণকৃত সরকারি ১০৩ বস্তা সার ও বীজ জব্দ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া শাহেদসহ স্থানীয় পিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগ,উপজেলা যুবলীগ নেতা এড: আসাদুজ্জামান খান তুহিন প্রমুখ। ২০২৩-২৪ অর্থ বছরের খরাপি-২, ২০২৪-২৫ উৎপাদন মৌসুমের কৃষি প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১২০০শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রীড জাতের বীণা-১৭ ও বি-৭৫,জাতের ধানবীজ জনপ্রতি ৫কেজি ও ২০ কেজি করে বিভিন্ন জাতের সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অন্যদিকে বেলা সাড়ে ৫টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের নন্দীপাড়া মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) অফিসার এর নেতৃত্বে কৃষিবিদ কৃষি অফিসার মোঃ এনামুল হক এর অভিযানে সুদিন দাসের গোয়াল ঘরের ভেতর থেকে সরকারের বিনামূল্যে বিতরণকৃত ৫৭ বস্তা বীজ ও ২৩ বস্তা করে উপরে উল্লেখিত, ২ জাতের ৪৬ বস্তা সার সহ মোট ১০৩ বস্তা সরকারি মালামাল জব্দ করা হয়।

 

 

অভিযানকালে বানিয়াচং থানার এসআই আব্দু মালেকসহ একদল পুলিশ অংশ নেন।
এব্যাপারে কৃষিবিদ কৃষি অফিসার মোঃ এনামুল হক এই অভিযানের এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান,আগামীকাল এবিষয়ে থানায় মামলা করা হবে।
এই ঘটনায় পুরো উপজেলা সদরে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। অনেকেই আবার হাটবাজারের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানের এমনটাই বলাবলি করতেও শুনা যাচ্ছে,সকালে বিতরণ করলেন এমপি সাব-আবার বিকেলে ঐ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করলো প্রশাসন।।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park