1. admin@naldangabatra.com : admin :
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের লালপুরে ভুয়া চক্ষু ডাক্তার আটক ও এক মাসের কারাদন্ড। নাটোরের লালপুরে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন। যে নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন অংশগ্রহণ করতে পারবে দেশে সেই নির্বাচনী হবে রাজশাহীর দুর্গাপুর পালশা গ্রামে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্তায় অস্ত্র ও গুলি উদ্ধার। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাবনায় গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু গ্রেফতার পাবনায় বিস্কুট কিনতে গিয়ে অটোভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর। লালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝে খাবার ও পানি বিতরণ। কোটালিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।  স্বাভাবিক হতে শুরু করছে নীলফামারীর ৬ থানার কার্যকম

স্বাভাবিক হতে শুরু করছে নীলফামারীর ৬ থানার কার্যকম

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
গত কয়েকদিন ধরে চলা পুলিশের কর্মবিরতির পর আবারো কাজে ফিরছে পুলিশ । তাই আবারো স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশের সব কার্যক্মম। তারেই ধারাবাহিকতায় নীলফামারীর ৬ থানায় আবারো সব ধরনের আইনি কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য দিনের মতো আবারো সাধারণ ডায়রি ( জিডি) হারানো জিডি, সাধারণ মামলা গ্রহণ সহ থানা গুলোতে পুলিশের উপস্থিতি থাকায় স্হানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে । গত রবিবার জেলার ডোমার থানার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার মধ্যে দিয়ে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ , সৈয়দপুর এবং সদর থানার সকল প্রকার আইনি কার্য ক্রম এর উদ্বোধন করেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মোকবুল হোসেন।
৭৪ বার পঠিত

স্বাভাবিক হতে শুরু করছে নীলফামারীর ৬ থানার কার্যক্রম। 

 

 

 

তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ

 

 

 

 

গত কয়েকদিন ধরে চলা পুলিশের কর্মবিরতির পর আবারো কাজে ফিরছে পুলিশ ।
তাই আবারো স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশের সব কার্যক্মম। তারেই ধারাবাহিকতায় নীলফামারীর ৬ থানায় আবারো সব ধরনের আইনি কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য দিনের মতো আবারো সাধারণ ডায়রি ( জিডি) হারানো জিডি, সাধারণ মামলা গ্রহণ সহ থানা গুলোতে পুলিশের উপস্থিতি থাকায় স্হানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে । গত রবিবার জেলার ডোমার থানার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার মধ্যে দিয়ে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ , সৈয়দপুর এবং সদর থানার সকল প্রকার আইনি কার্য ক্রম এর উদ্বোধন করেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মোকবুল হোসেন।

গত কয়েকদিন ধরে চলা পুলিশের কর্মবিরতির পর আবারো কাজে ফিরছে পুলিশ । তাই আবারো স্বাভাবিক হতে শুরু করেছে পুলিশের সব কার্যক্মম। তারেই ধারাবাহিকতায় নীলফামারীর ৬ থানায় আবারো সব ধরনের আইনি কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য দিনের মতো আবারো সাধারণ ডায়রি ( জিডি) হারানো জিডি, সাধারণ মামলা গ্রহণ সহ থানা গুলোতে পুলিশের উপস্থিতি থাকায় স্হানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে । গত রবিবার জেলার ডোমার থানার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার মধ্যে দিয়ে ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ , সৈয়দপুর এবং সদর থানার সকল প্রকার আইনি কার্য ক্রম এর উদ্বোধন করেন নীলফামারী পুলিশ সুপার (এসপি) মোকবুল হোসেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলীর সাথে কথা হলে তিনি বলেন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সবাইকে দেশের জন্য নিরলসভাবে ভাবে কাজ করতে হবে। দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হলে জনগনের কল্যাণ আশা করা যায় না। এদিকে পুলিশ সুপার এসপি মোকবুল হোসেন বলেন আমরা সবাই রাষ্ট্রের নাগরিক । সবার সমান অধিকার আছে। তাই গুজন ছডিয়ে মানুষের মধ্যে ভয়ভীতির পরিস্থিতি তৈরি না করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন কঠিন পরিস্থিতিতে থানার স্বাভাবিক কার্য ক্রম সাময়িক বিঘ্নিত হয়েছিল, সেসব পেছনে ফেলে এখন থেকে আবারো পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হয়ে পাশে থেকে কাজ করবে।

 

 

উল্লেখ্য যে দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের পর গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে সরকারি বিভিন্ন স্হাপনাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ব জনতা ভাংচুর , হামলা, পিকেটিং , অগ্নিসংযোগ চালিয়ে একাকার করে ফেলে এতে নীলফামারীর ৬ থানার সকল কার্য ক্রম সহ সারাদেশের সকল থানার পুলিশের কার্য ক্রম বন্ধ হয়ে যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park