1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

উপদেষ্টা করার দাবিতে ২ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
অর্ন্তর্বতী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ২ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের সাধারণ ছাত্র-জনতা। (১৩ নভেম্বর) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যান। এরপর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে মর্ডান মোড়ে বসে পড়েন।
১০ বার পঠিত

উপদেষ্টা করার দাবিতে ২ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধিঃ

 

 

 

 

অর্ন্তর্বতী সরকারে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ২ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের সাধারণ ছাত্র-জনতা। (১৩ নভেম্বর) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লালবাগের সামনে জড়ো হন এবং সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে মডার্ন মোড়ে যান। এরপর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে মর্ডান মোড়ে বসে পড়েন।

 

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের অন্যতম সমন্বয়ক ইমরান আহমেদ, আশফাক আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ইমতিয়াজ আহমেদ, ইয়াসির আরাফাত, কারমাইকেল কলেজ শিক্ষার্থী সাইফুল ইসলাম, শিক্ষার্থী শরিফুল ইসলাম প্রমুখ।এসময় বক্তারা অভিযোগ করেন, অর্ন্তর্বতী সরকার রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য করছে। অর্ন্তর্বতী সরকারের উপদেষ্টাদের ১৩ জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চল থেকে কাউকে নেওয়া হয়নি। অর্ন্তর্বতী সরকার এভাবে চললে আঞ্চলিক বৈষম্য আরও বাড়বে।ইমরান আহমেদ বলেন, রংপুর জুলাই গণ-অভ্যুত্থানের সূতিকাগার। আবু সাঈদের রক্তের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শুরু হয়েছিল।

 

১০ আগস্ট অর্ন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুরে এসে বলেছিলেন, রংপুর হবে দেশের অন্যতম সেরা জেলা এক নম্বর হবে। কিন্তু রংপুর অঞ্চলের জনগণের হয়ে কথা বলার সরকারে একজনও উপদেষ্টা নেই। আবু সাঈদের জন্মভূমি রংপুরকে চরম অবহেলা করা হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park