প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৩:২১ অপরাহ্ণ
পাবনার বার্ষিক ক্রীড়া কর্মসুচি ফুটবল প্রতিযোগিতা বাছাই (অনুর্ধব-১৫) পুরস্কার বিতরণ।
পাবনার বার্ষিক ক্রীড়া কর্মসুচি ফুটবল প্রতিযোগিতা বাছাই (অনুর্ধব-১৫) পুরস্কার বিতরণ।
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২৪-২০২৫ এর আওতায় ফুটবল প্রতিযোগিতা ও বাছাই (অনুর্ধব-১৫) এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শনিবার ১৬ নভেম্বর সকালে আটঘরিয়া উপজেলা মিনি স্টেডিয়ামে পাবনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এসময় প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি নাহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারি।
জেলা ক্রীড়া অফিসার মো: তারিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবোত্তর কবি বন্দে আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন,
জুমাইখিড়ি গোবিন্দপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মানিক হোসেন, তার সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন জুমাইখিড়ি গোবিন্দ পুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তারেক মাহমুদ ও মাসুম। খেলাটি সার্বিক সঞ্চালনায় ছিলেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো: ইয়াছিন আলী।
উক্ত বাছাই কর্মসুচি খেলায় মোট চারটি দল অংশ গ্রহণ করেন। দেবোত্তর কবি বন্দে আলী মিয়া, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও জুমাইখিড়ি গোবিন্দ পুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় ১-০ গোলে আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চাম্পিয়ন টফি ঘরে তুলে নেন।
নির্বাহী সম্পাদক : মোঃ
এমরান সোনার
প্রকাশক ও বার্তা সম্পাদক
: মোঃ জামিল হায়দার (জনি)
ঠিকানা : হরিদা খলসী(৬৪০৩),
নলডাঙ্গা, নাটোর
যোগাযোগ : ০১৩১১-৬৯৬৯৫০
ইমেইল :
naldangabatra6789@gmail.com
Copyright © 2024 নলডাঙ্গা বার্তা. All rights reserved.