1. admin@naldangabatra.com : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় প্রতিদিনের সংবাদের প্রতিনিধিকে গলা কেটে হত্যার হুমকি। জার্নালিজমে বিশেষ অবদানের জন্য দৈনিক ভোরের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক এর অ্যাওয়ার্ড লাভ। পাবনায় জয়া ও ক্যাপ্টেন চারকোল  কোম্পানির মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা।  পাবনায় এক চরমপন্থী নেতাকে গলা কেটে হত্যা। সিংড়া বাসস্ট্যান্ডে প্রশাসন কর্তৃক গণশৌচাগার উদ্বোধন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ৩ দিনের রিমান্ডে। চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু! পলাশবাড়ীর মহদীপুর ইউপি’র (ভারঃ)চেয়ারম্যান বাবু’র বিরুদ্ধে অনাস্থার অভিযোগ রায়পুরায় টেঁটা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, ১০ জন আহত।

ভাঙ্গুড়ায় প্রতিদিনের সংবাদের প্রতিনিধিকে গলা কেটে হত্যার হুমকি।

নলডাঙ্গা বার্তা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
১৮ বার পঠিত

ভাঙ্গুড়ায় প্রতিদিনের সংবাদের প্রতিনিধিকে গলা কেটে হত্যার হুমকি।

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

 

পাবনার ভাঙ্গুড়ায় প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি ও চলনবিলের আলোর বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম আপন (২৯) কে গলা কেটে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক আপন সোমবার (৯ ডিসেম্বর) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ সময় আপনের সাথে সাথে সংবাদ এর উপজেলা প্রতিনিধি মো: রায়হান আলী কেউ হত্যার হুমকি দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার ভবানীপুর গ্রামের শরিফ আহমেদের ছেলে হাসিনুর রহমান (৪০)।

 

দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, গত রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অষ্টমনিষা বাজারে সিরাজুল ইসলাম আপনের প্রতিদিনের সংবাদ ও চলনবিলের আলোর কার্যালয়ে অবস্থানকালে হাসিনুর হোয়াটসঅ্যাপে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি কয়েক বছর আগে প্রকাশিত একটি জাল টাকার খবরের জন্য তাদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন এবং গলা কেটে হত্যার হুমকি দেন। এ ঘটনার একটি অডিও ক্লিপ প্রতিদিনের সংবাদের কাছে সংরক্ষিত রয়েছে।

সাংবাদিকরা আরও অভিযোগ করেন, এ ঘটনার পর তাদের জীবন হুমকির মুখে পড়েছে এবং তারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন।

ঘটনায় সিরাজুল ইসলাম আপন বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে আইনশৃংখলা অনেকটাই নাজুক। তবু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনের আশ্রয় নিয়েছি। আশা করি পুলিশ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে।

 

 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ ©  নলডাঙ্গা বার্তা

 
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park