১১৫ বার পঠিত
আটঘরিয়ায় আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন।
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ
বাঙালির পাতে বাহারি ভর্তা, সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজ, ব্যস, পেটতো ভরবেই, একইসঙ্গে মনও জুড়াবে। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ করতে পান্তা-ইলিশ আর ভর্তা দিয়ে ভাত খাওয়ার চলে সেই আদিকাল থেকেই। আটঘরিয়ায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে, শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম এসে শেষ হয়।
রবিবার সকালে উপজেলা প্রশাসন উদ্যোগে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানে, লোকজ নৃত্য, আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আবহন করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক,
প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ আতাউর রহমান, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সহ সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ।