১২০ বার পঠিত
আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান
মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ” স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ ২০২৩” উদযাপন উপলক্ষে আটঘরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। বুধবার( ২২ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা প্রদান করেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোঃ কামরুজ্জামান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা কাওসার হোসেন, সিনিয়র স্টাফ মুক্তি খাতুন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মোট ১৯ জন মুক্তিযোদ্ধার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ অন্যান্য রোগের স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।