গোপালগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ, সহকারী প্রধান শিক্ষক কামিনী রঞ্জন রায়, অর্চনা বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালযয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, নারীরাই সব পারে। সমাজে এখন নারীরা পিছিয়ে নেই। সমাজের সকল কর্মকান্ডে নারীরা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। দেশের জন্য নারীদের অনেক কিছু করার রয়েছে। সেজন্য নারীদের সুশিক্ষায় শিক্ষত হতে হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ © নলডাঙ্গা বার্তা